আজ ০১-০১-২০২৫ খ্রি:
রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কর্তৃক ষষ্ঠ থেকে নবম শ্রেণি-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব কাজল বরণ বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন জনাব সমর কান্তি হালদার (চীফ ইন্সট্রাক্টর,ফার্ম মেশিনারি),জনাব ওহিদুল ইসলাম (ইন্সট্রাক্টর,ইংরেজি),জনাব সঞ্জয় কুমার মালো (ইন্সট্রাক্টর,রসায়ন),জনাব তাইজদ্দিন জমাদার (ইন্সট্রাক্টর,পদার্থ),জনাব মোস্তাফিজুর রহমান (ইন্সট্রাক্টর,গণিত) সহ বিভিন্ন বিষয়ের ইন্সট্রাক্টরবৃন্দ, অতিথি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী প্রমূখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস