অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রাজবাড়ী -এ ৪ মাস মেয়াদি Motor Driving with Basic Maintenance কোর্স বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন লীড ড্রাইভিং ট্রেইনার(১জন, প্রথম শিফট),লীড ড্রাইভিং ট্রেইনার(১জন, দ্বিতীয় শিফট), আরবি ভাষা শিক্ষক (১জন, প্রথম শিফট), আরবি ভাষা শিক্ষক (১জন, দ্বিতীয় শিফট), ইংরেজি ভাষা শিক্ষক (১জন, প্রথম শিফট), ইংরেজি ভাষা শিক্ষক (১জন, দ্বিতীয় শিফট) নিয়োগ প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনকারীর প্রয়োজনীয় অনুলিপি আগামী ১৬/০২/২০২৫ তারিখের মধ্যে অত্র প্রতিষ্ঠানে অফিস চলাকালীন ডাকযোগে/ সরাসরি প্রেরণ করতে হবে।
বিস্তারিত: সংযোজিত বিজ্ঞপ্তিতে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস