রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রাজবাড়ী জেলা সদরের পাবলিক হেলথ মোড়ে রাজবাড়ী সদর হাসপাতালের দক্ষিন পাশে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। ১৯৬৫ সালে ৪.১ একর জমির উপর প্রতিষ্ঠিত জেলার অন্যতম সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শুরুতে প্রতিষ্ঠানটি “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট বা ভিটিআই ” নামে ৪০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীকালে ১৯৮৬ সালে জাতীয় দক্ষতা মানে উন্নীত হয়। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা এবং দেশের বেশিরভাগ মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনবলে পরিনত করার জন্য সাধারণ ও কারিগরি শিক্ষার সমন্বয়ে ১৯৯৫ সালে ২ বছর মেয়াদী এস.এস.সি (ভোকেশনাল) এবং ১৯৯৭ সালে এইচ.এস.সি (ভোকেশনাল) শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ২০০৩ সালে নাম পরিবর্তন করে “ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট বা ভিটিআই ” কে “রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ” নামকরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS